ইনকিলাব সম্পাদককে হাইকোর্টে তলব
প্রেসবার্তাডটকম ডেস্ক ::
গাউসুল আজম কমপ্লেক্সসংলগ্ন গুলশান লেক ভরাট করার অভিযোগ ওঠায় কমপ্লেক্সের চেয়ারম্যান, কাদেরিয়া পাবলিকেশন্সের স্বত্বাধিকারী দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।
রোববার হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত কাদেরিয়া পাবলিকেশন্সের গুলশান লেক ভরাটে এক মাসের নিষেধাজ্ঞা জারি করে এটি তদারকি করতে আইজিপিকে নির্দেশ দেন।
গুলশান লেক ভরাট নিয়ে হাইকোর্টে কয়েকটি মামলা বিচারাধীনও রয়েছে। এর মধ্যে কাদেরিয়া পাবলিকেশন্স নামের প্রতিষ্ঠানটি লেক ভরাট করছে বলে অভিযোগ তোলে গুলশান সোসাইটি।
উল্লেখ্য, কাদেরিয়া পাবলিকেশন্স হচ্ছে ইনকিলাবের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আদালতে গুলশান সোসাইটির পক্ষে অভিযোগ উত্থাপন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
আদালতে তাকে সহায়তা করেন ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান, অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন। এ সময় রাজউকের আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
ইনকিলাব সম্পাদককে তলবের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।
